গত ২১-১১-২০২২খ্রি. তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, ফরিদপুর কর্তৃক উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ, ভাঙ্গা, ফরিদপুর এ বাংলাদেশে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন অত্র প্রতিষ্ঠানের জনাব মো. আজিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, ভাঙ্গা, ফরিদপুর। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান এবং কাউন্সিলর বৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জনাব দীপংকর দত্ত, নিরাপদ খাদ্য অফিসার, জেলা কার্যালয়, ফরিদপুর। অনু্ষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে খাদ্য অনিরাপদ হওয়ার কারণ, খাদ্য সংক্ষণের সঠিক পদ্ধতিসহ বিভিন্ন গুরত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের মাঝে এসময় নিরাপদ খাদ্য বিষয়ক লিফলেট, কলম, প্যাড বিতরণ করা হয় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস