গত ২৩-১১-২০২২খ্রি. তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, ফরিদপুর কর্তৃক মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়, মধুখালী, ফরিদপুর এ বাংলাদেশে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকেল্পের আওতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মো. ফরিদুল মনসুর, মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জনাব দীপংকর দত্ত, নিরাপদ খাদ্য অফিসার, জেলা কার্যালয়, ফরিদপুর। অনু্ষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে খাদ্য অনিরাপদ হওয়ার কারণ, খাদ্য সংক্ষণের সঠিক পদ্ধতিসহ বিভিন্ন গুরত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। শিক্ষার্থীদের মাঝে এসময় নিরাপদ খাদ্য বিষয়ক লিফলেট, কলম, প্যাড বিতরণ করা হয় এবং নিরাপদ খাদ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরষ্কার হিসেবে বই এবং মগ প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস