Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Seminar on Food Safety Act-2013
Details
২৮ জুন ২০২২ মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও জেলা প্রশাসন, ফরিদপুর এর সহযোগিতায় জেলা প্রশাসক, ফরিদপুর এর সম্মেলন কক্ষে আয়োজিত হয় “নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর আইন, বিধি ও প্রবিধিমালার প্রয়োগ শীর্ষক সেমিনার” ।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সম্মানিত সদস্য  ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব জনাব শাহনওয়াজ দিলরুবা খান  এবং সভাপতি ছিলেন ফরিদপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব অতুল সরকার ।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. হেলালউদ্দিন ভূইয়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এবং ফরিদপুর সদর উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক মোল্লা ।
সেমিনারে নিরাপদ খাদ্য আইন নিয়ে আলোচনা করেন জনাব শেখ মোঃ ফেরদৌস আরাফাত, আইন কর্মকর্তা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ । 
বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ , সাংবাদিকবৃন্দ, খাদ্য ব্যবসায়ের সাথে জড়িত সম্মানিত ব্যক্তিবর্গ, সম্মানিত অংশীজন সেমিনারে উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা নিরাপদ খাদ্য নিশ্চিতে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। 
সেমিনার সঞ্চালনা করেন জনাব দীপংকর দত্ত, নিরাপদ খাদ্য অফিসার, ফরিদপুর।
Image
Attachments
Publish Date
01/08/2022
Archieve Date
30/06/2023